‘ককটেল’ ছবির মধ্য দিয়ে নিজের অভিনয় পারফরমেন্সের পরিচয় ইতোমধ্যে দিয়েছেন ডায়ানা পেন্টি। প্রথম এ ছবিটির মাধ্যমেই পরিচালকদের নজরে চলে আসেন তিনি। বড় বড় অভিনেতা-পরিচালকরা প্রকাশ্যে বাহবা দিতেও কার্পণ্য করেননি। এরপরও পর্দায় ডায়নার অনুপস্থিতি বেখাপ্পা লাগাটাই স্বাভাবিক। প্রশ্ন জাগতে পারে- তবে কি ডায়ানা অভিনয় ছাড়ছেন? না, এমন কিছুই হয়নি। অভিনয়ে আরও বেশি পাকাপোক্ত হওয়ার জন্যই তিনি গিয়েছিলেন লন্ডনে। সেখানে অভিনয়ের ওপর একটি বিশেষ কোর্স করেছেন । অপেক্ষার পালা এবার শেষ। অভিনয়ের ডিগ্রি নিয়ে এরই মধ্যে দেশে ফিরেছেন তিনি। দেশে এসেই একাধিক বিজ্ঞাপনের কাজ করেছেন। নতুন কমপক্ষে হাফডজন ছবির প্রস্তাব রয়েছে তার কাছে।
তবে বেশি কাজে আগ্রহী নন ডায়ানা। একটি বড় বাজেটের ছবির মাধ্যমে আবারও বলিউডে ফিরেছেন তিনি। ছবিটি প্রযোজনা-পরিচালনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সম্প্রতি তার ‘কিক’ ছবিটি নতুন ইতিহাস গড়েছে ব্যবসা সফলতার দিক দিয়ে। এবার নিজের পরবর্তী ছবির কাজ শুরু করেছেন তিনি। আর এ ছবির প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন ডায়ানা। ছবিতে একজন প্রতারক নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা পরে ভালবাসায় বাঁধা পড়ে নতুন জীবন শুরু করতে চান। ‘ককটেল’-এর চেয়েও বেশি খোলামেলা রূপে এখানে তাকে উপস্থাপন করা হবে বলে সূত্রে জানা গেছে।
সম্প্রতি এ ছবির একটি গানের দৃশ্যের শুটিং করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এ দৃশ্যে ডায়ানাকে দেখা যাবে পুরোপুরি টপলেস পোশাকে। অর্থাৎ শরীরের ওপরের অংশে কোন ধরনের পোশাক পরেননি তিনি, শুধু নিজের হাত দিয়েই পোশাকের কাজটা সারার চেষ্টা করেছেন।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে ডায়ানা বলেন, অনেক দিন পর অভিনয়ে ফিরলাম। সাজিদ জি’র ছবিটি করে বেশ ভাল লাগছে। ছবিতে একজন আবেদনময়ী রূপেই দেখা যাবে আমাকে। তবে এর গল্প অনেক সুন্দর। আশা করছি ছবিটি সবার ভাল লাগবে।