এবার ২৪ অক্টোবর একই দিনে হল গুলিতে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ও রেখার ‘সুপার নানী’।
একই দিনে দুই সুপারস্টারের ছবি মুক্তি নতুন কোন ঘটনা নয়। দীর্ঘদিন পর সুপার ‘নানী’ ছবি দিয়ে বলিউডের মূল স্রোতে ফিরছেন রেখা।
ভারতী ভাটিয়া'র চরিত্রে দেখা যাবে ‘অল টাইম ফেভারিট’ নায়িকাকে। এই ছবিতে রেখার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর কাপুর, শরমান জোশী, সোয়েতা কুমার, অনুপম খের প্রমুখ। রেখা ওরফে ভারতী ভাটিয়ার নাতীর চরিত্রে রয়েছেন শরমান জোশী। ‘সুপার নানী’ ছবির মাধ্যমে নারী সমাজের জন্য কিছু শক্তিশালী বার্তাও প্রদান করা হবে বলে জানা গেছে। ছবিটির পরিচালনা করেছেন ইন্দ্র কুমার।