এই মুহুর্তে বি-টাউনের অন্যতম ব্যস্ত নায়ক হৃত্বিক রোশন। পরিচালক কবীর খান তাঁর আগামী ছবিতে জ্যাকুলিন ফার্নান্ডেজের বিপরীতে হৃত্বিকের কথাই ভেবেছিলেন। কিন্তু ২০১৫ পর্যন্ত তাঁর ব্যস্ত সিডিউল থাকায় কবীর খানের প্রস্তাবে না রাজি হলেন না সুপারস্টার হৃত্বিক রোশন৷
২০১৫ এর প্রায় মাঝামাঝি সময় অবধি হৃত্বিক ব্যস্ত থাকবেন আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জদারো’ ছবির শ্যুটিয়ে। এই মুহূর্তে সিদ্ধার্থ আনন্দের ব্যাং ব্যাং ছবির শ্যুটিয়ে ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন হৃত্বিক। কবীর খান তাঁর আগামী ছবিতে রাজনৈতিক-ঐতিহাসিক প্রেক্ষাপটে এক প্রেমকাহিনীকে তুলে ধরার কথা ভেবেছেন।