নকলের দায়ে দোষী সাব্যস্ত হলেন শাকিরা। কলম্বিয়ান এই পপতারকার ২০১০ সালের হিট গান 'লোকা' অন্য এক শিল্পীর গানের নকল। ডমিনিকান গীতিকার রামোস আরিয়াস বাস্কুয়েসের নব্বইয়ের দশকের শেষের দিকের গান 'লোকা কন সু তিগুয়েরে' থেকে কথা নকল করেই নাকি তার ২০১০ সালের অ্যালবাম 'সালে এল সোল'র গান 'লোকা' তৈরি করেছিলেন শাকিরা। মজার ব্যাপার হলো, একই নামে প্রথমে গানটি গেয়েছিলেন এল কাতাই। ২০০৭ সালে তার গানটি শুনে অনুপ্রাণিত হয়েই শাকিরা গানটি নিয়ে কাজ করতে আগ্রহী হন। আদালতে প্রমাণ হয়েছে এল কাতা নিজেই রামোস আরিয়াস বাস্কুয়েসের গানটি নকল করেছিলেন। বাস্কুয়েসের গানটি অ্যালবাম আকারে প্রকাশ করেছিল মাইম্বা মিউজিক। তারাই শাকিরার বিরুদ্ধে নকল করার অভিযোগ এনে মামলা করেন। অবশেষে মামলায় তারাই জিতেছেন। তবে ক্ষতিপূরণ হিসেবে তারা কি পরিমাণ অর্থ পাচ্ছেন, সে ব্যাপারে জানানো হয়নি।