ছবির মানুষটিকে চেনা যায়? একটু কষ্ট হচ্ছে তাই না! ছবির মানুষটি আর কেউ নন, অতি পরিচিত মুখ- প্রিয়াঙ্কা চোপড়া। ছবির জন্য তার এই বেশ। একেবারে মাসলসহ শক্তিশালী নারী। আর এ রূপে তিনি নিজেকে সাজিয়েছেন কল্পনা থেকে নয়, বাস্তব থেকে। 'মেরি কম'-কে নিশ্চয় সবাই চেনেন। বিখ্যাত ভারতীয় বক্সার তিনি। সেই মেরি কমের জীবনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। আর এ চলচ্চিত্রের প্রধান চরিত্র অর্থাৎ মেরি কম হয়েছেন প্রিয়াঙ্কা। ছবিতে অভিনয় করতে গিয়ে কঠিন পরিশ্রম করতে হয়েছে তাকে। হয়তো ভেবেছিলেন শুটিং শেষ হলেই পরিশ্রম শেষ। কিন্তু না! এখনো তাকে খাটতে হচ্ছে। কারণ, চলচ্চিত্রটিকে তো হিট করাতে হবে। এত কষ্ট করেছেন যে ছবির জন্য সেটা দর্শক না দেখলে কষ্ট কি সার্থক হবে! তাই প্রিয়াঙ্কার সব মনোযোগ এখন আসছে শুক্রবারের দিকে। কারণ, এ দিন মুক্তি পাচ্ছে ওমাং কুমার পরিচালিত 'মেরি কম' ছবিটি।