ভাবুন একবার, বিপাশা বসুর চারপাশে জাঁদরেল ৮০ জন পুলিশ। না, তাকে ধরার জন্য নয়, পাহারা দেওয়ার জন্য। কী এমন বাঘ এলো যে তাকে ৮০ জন পুলিশ দিয়ে পাহারা দিতে হবে! ঘটনাটি ঘটেছে 'ক্রিয়েচার' ছবির প্রচারণার সময়। আসছে ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে বিপাশার এই ছবিটি। তাই ছবির প্রচারণা করতে গিয়েছিলেন তিনি ছত্তিশগড়ের রায়পুরে। আগে থেকেই বলা হয়েছিল এখানে বিপাশাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তাই বলে ৮০ জন পুলিশ সদস্য! বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। প্রচারণার সময় বিপাশার আশপাশে ৮০ জন পুলিশ মোতায়েন ছিল। তার মধ্যে আবার ১০ জন ছিলেন ক্রাইম ব্রাঞ্চের অফিসার। বিপাশাকে রায়পুরে নেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর বিশাল একটি গাড়িবহর ছিল। সব মিলিয়ে বিষয়টিকে ফিল্মিই মনে হচ্ছিল। এত সব আয়োজন দেখে চমকেছেন বিপাশা নিজেও। তিনি অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, '৮০ জন পুলিশ অফিসার সঙ্গে থাকলে স্বাভাবিকভাবেই নিজেকে অনেক বড় কিছু মনে হয়। ছবিতে এ রকম দৃশ্য অনেকবার শুট করেছি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা এই প্রথম। আমি বেশ উপভোগ করেছি এই সফরটা'।