নানা কারণে বারবার পুলিশের খাতায় নাম উঠছে ২০ বছর বয়সী কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের৷ কিছুদিন আগে মাতাল অবস্থায় গাড়ি চালানোরর জন্য পুলিশের খাতায় নথিভুক্ত হয় সেলিনা গোমেজের সাবেক এ প্রেমিকের। এবার মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে আবার হাতকড়া পড়ল বিবারের হাতে৷
নানা কারণে ব্যক্তিগত জীবনে বারবার অন্ধকার ঘনাচ্ছে এই কানাডিয়ান পপ তারকার৷ জাস্টিনের শৈশব কেটেছিল ওন্টারিও-র পার্থ কাউন্টিতে৷
গত মাসের ২৯ তারিখ সেখানে এক তরুণীকে নিয়ে এটিভি নামের গাড়িতে ঘুরতে বেড়িয়েছিলেন৷ মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর সময় একটা মিনি ভ্যানকে সজোরে ধাক্কা মারে বিবারের গাড়ি৷ তারপরই গ্রেফতার করা হয় তাকে৷
পুলিশের মুখপাত্র কিস উইজন্যন্ডস একটি ইংরেজি টেলিভিশন সংস্থাকে বিবারের আটক হওয়ার ঘটনা নিশ্চিত করেছে৷ তবে, ২৯ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেওয়ার প্রতিশ্রুতিতে ছেড়ে দেওয়া হয় তাকে৷ এ বছরের শুরুতে এক প্রতিবেশির বাড়িতে ডিম ছোঁড়ার অভিযোগে লাল কালিতে উঠেছিল জাস্টিন বিবারের নাম৷ – ওয়েবসাইট।