বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন একটি কর্মাশিয়ালের শ্যুটিং এ প্রথমবার নিজের শরীর দেখাবেন। কিছু কিছু ছবিতে খোলা শার্টে অভিনয় করলেও কর্মাশিয়ালের ক্ষেত্রে এটি প্রথমবার।
হৃত্বিকের নিজস্ব ব্রান্ড এইচ.আর. এক্স। কিছুদিনের মধ্যেই সুবারবান হোটেলে শুরু হবে এই ব্রান্ডেরই শ্যুটিং। টিভিসি-র পক্ষ থেকে করা হবে এই শ্যুট।
এই মুহুর্তে ব্যাং ব্যাং-এর কাজে ব্যস্ত থাকায় ২১ ঘন্টার বেশি সময় তাঁর পক্ষে দেওয়া সম্ভব হবে না। কিছুদিনের মধ্যে টিভির পর্দাতেও আসবে হৃত্বিকের নতুন ব্রান্ড এইচ.আর.এক্স।