নতুন জীবনসঙ্গী খুঁজছেন পপগায়িকা কেটি পেরি। যে তার জীবনসঙ্গী হবে, তার মধ্যে বেশকিছু গুণ অবশ্যই থাকতে হবে। বেশ কয়েকবার জীবনসঙ্গী পরিবর্তন করে কেটির মধ্যে এ উপলব্ধি এসেছে। তিনি মনে করেন, অতীতে তার জীবনসঙ্গী নির্বাচন করতে ভুল হয়েছিল।
ব্রিটিশ কৌতুক শিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছিলেন মার্কিন পপগায়িকা কেটি পেরি। কিন্তু মাত্র ১৪ মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। পরে সংগীতশিল্পী জন মেয়ারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কেটি। সম্প্রতি কেটি জানিয়েছেন, অতীতে সঙ্গী নির্বাচনে ভুল করেছেন তিনি। ভুল থেকে শিক্ষা নিয়ে আসলে কেমন জীবনসঙ্গী চান, তা উপলব্ধি করেছেন বলেও জানিয়েছেন ২৯ বছর বয়সী কেটি পেরি।
কেটি বলেন, আমি উপলব্ধি করেছি, কেউ যদি নিজেকে না ভালোবাসে তবে সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। অন্য কাউকে যত্ন করার আগে নিজের যত্ন নিতে শিখতে হবে।
কেটি আরও বলেন, আমি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই যে রসিকতা করতে জানবে, আমাকে হাসাতে পারবে। তাকে সংবেদনশীল হতে হবে। আমার জীবনসঙ্গী হতে হলে তাকে সংগীত বুঝতে ও ভালোবাসতে হবে। আর অবশ্যই তাকে চটপটে ও সুন্দর হতে হবে।
কেটি জানান, তিনি নতুন করে জীবন শুরু করতে চান। তার এই নতুন জীবনে তিনি অনেক দেখেশুনে জীবনসঙ্গী বাছাই করবেন। কারণ বাকি জীবনটা সম্পর্কের টানাপড়েন নিয়ে চলতে চান না। তিনি চান, বাকি জীবনটা হবে শুধুই ভালোবাসাময়। কারণ জীবনে ভালোবাসা না থাকলে সবকিছু অর্থহীন।