এতদিন ক্যাম্পাসকেন্দ্রিক গল্পে দেখা গেছে ছাত্রছাত্রীর প্রেমের সম্পর্ক। এবার দেখা যাবে শিক্ষক-লাইব্রেরিয়ানের প্রেম। ফেরদৌস শিক্ষক, মৌসুমী হচ্ছেন লাইব্রেরিয়ান। তাদের মধ্যে প্রেম-প্রেম ভাব। কিন্তু কেউ মুখে কিছু বলতে পারে না। একদিন মৌসুমী তার বাসায় এক কাপ চায়ের দাওয়াত দেয় ফেরদৌসকে। চায়ের দাওয়াত উপলক্ষ মাত্র, উদ্দেশ্য, মনের কথা খুলে বলা। কিন্তু আসার পথে দুর্ঘটনায় পড়ে ফেরদৌস। তারপর? জানা যাবে 'এক কাপ চা' ছবিটি দেখলে। সম্প্রতি এ ছবির সেন্সর হয়ে গেছে। এখন চলছে মুক্তির প্রক্রিয়া। ছবির কাহিনী ও চিত্রনাট্য তৈরি করেছেন কলকাতার বাসু চ্যাটার্জি। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।