গত ঈদে 'আনন্দমেলা'র দায়িত্ব নিয়েছিলেন আনজাম মাসুদ। আসছে ঈদেও তাকে 'আনন্দমেলা'র পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিটিভি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
আনজাম মাসুদ বলেন, 'আনন্দমেলা'র মতো ঐতিহ্যবাহী ও ব্যাপক আয়োজনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা এবং নির্মাণের জন্য যেটুকু সময়ের প্রয়োজন তা পাইনি। হাতে সময় খুবই কম। তবে চেষ্টা থাকবে শতভাগ। এবারের আনন্দমেলাও হবে তারুণ্যনির্ভর। চেষ্টা থাকবে দর্শকদের নির্মল বিনোদন দেওয়ার। পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি, ত্রুটি-বিচ্যুতিও তুলে ধরা হবে। সম্ভাবনার কথা, আগামীর কথা, সম্প্রীতির কথা ফুটিয়ে তুলতে চাই বিভিন্ন পর্বের মাধ্যমে। যেখানে অংশ নেবেন নাটক, সংগীত চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা। 'আনন্দমেলা' প্রযোজনা করবেন মো. সরওয়ার মিয়া।