বিপাশা বসু বলিউডের চিরায়ত রীতি ভেঙে প্রেমের কথা স্বীকার করেছেন। সম্প্রতি বিপাশা বসু ও হারমান বাওয়েজা জুটির বাগদানের খবর চাউর হয়। বাগদানের খবরকে হেসে উড়িয়ে দিয়েছেন বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। শুধু তাই নয়, আপাতত বিয়ে করার কোনো রকম ইচ্ছা নেই বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
বিপাশা বলেন, 'বিয়ে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু প্রতিটি মানুষের জীবনেই বিয়ের সঠিক একটা সময় আসে। আমার সেই সময় এখনো আসেনি।'