জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের দেহব্যবসার সঙ্গে জড়িত হওয়ার ঘটনায় মিডিয়া এখন একের পর এক 'মুচমুচে' খবরের মাধ্যমে এই অভিনেত্রীকে প্রায় 'অপরাধীর' তকমা লাগিয়ে দিতে ব্যস্ত। সমাজে যখন শ্বেতাকে নিয়ে ছি!ছি! তখন কোনো এক অজানা কারণে হলুদ সাংবাদিকতার সৌজন্যে আড়ালেই রয়ে গেছেন শ্বেতার বিত্তশালী ক্লায়েন্টদের নাম। দু-এক জন ছাড়া সামগ্রিকভাবে বলিউড এই বিষয়ে মুখে কুলপ এঁটেছেন। ঠিক এই সময়ে উল্টো পথে হেঁটে শ্বেতার সমর্থনে সরাসরি মুখ খুললেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।
এই বলিউড সুন্দরী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ''নিজের এবং পরিবারের স্বার্থে কেউ যদি এভাবে অর্থ উপার্জন করতে চান, তাতে তো কোনো সমস্যা থাকার কথা নয়।'' শুধু তাই নয়, রীতিমত প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন ''কেন আমরা এই বিষয়টাকে কলঙ্কের নাম দিচ্ছি? কেন আমরা এগিয়ে এসে ওকে সাহায্য করছি না? শ্বেতাকে খাটো না করে আমাদের উচিৎ সম্মিলিতভাবে ওর পাশে এসে দাঁড়ানো।''
এর আগে আরেক তারকা রাণী মুখার্জিকে শ্বেতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি নীরব থাকেন। প্রসঙ্গত কিছুদিন আগেই রাণীর মুক্তিপ্রাপ্ত 'মর্দানি' ছবিটি সমালোচক ও বক্স অফিসের প্রশংসা পেয়েছে। ছবিটিতে রাণী একা হাতে দমন করেছেন এক নারী পাচার চক্রের।
শ্বেতার সমর্থনে এর আগে মুখ খুলেছিলেন তার অনস্ক্রিন মা টেলিভিশন অভিনেত্রী সাক্ষী তানওয়ার, প্রযোজক হনশল মেহেতা ও পরিচালক নাগেশ কুকুন্নুর।