বলিউডের দুই খানের দীর্ঘদিনের লড়াইয়ের অবসান হতে যাচ্ছে। কারণ সালমানের খানের সঞ্চালনায় রিয়েলিটি শো ‘বিগ বস-এইট’ এর আসরে অতিথি হিসেবে আসছেন শাহরুখ খান।
ভারতীয় টেলিভিশন চ্যানেল কালারস এর আয়োজনে 'বিগ বস-এইট' নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান। আর তার ফাঁকেই তিনি জানিয়ে দিলেন যে, বিগ বসের মঞ্চে আসছেন চিরশত্রু শাহরুখ খান। তাও আবার 'হ্যাপি নিউ ইয়ার' ছবির প্রচারণার জন্যে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ভারতীয় টেলিভিশন চ্যানেল কালারস এর পর্দায় শুরু হচ্ছে 'বিগ বস-এইট'।