এবার রাজনীতির ময়দানে দেখা যেতে পারে বলিউড সুপারস্টার আমির খানকে। সম্প্রতি বার্তা সংস্থা পিটিআই তাকে রাজ্যসভায় যোগদান নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, রাজ্যসভা যদি তাকে প্রস্তাব দেয় তাহলে বিষয়টা ভেবে দেখবেন।
তাকে জিজ্ঞাসা করা হয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অভিনেত্রী রেখার মতো যদি রাজ্যসভায় তাকেও মনোনয়নের প্রস্তাব দেওয়া হয় তিনি কী করবেন? আমির বলেন, ‘তারা আমার বন্ধু। আমি তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে এমন সুযোগ এলে আমি অবশ্যই ভেবে দেখবো। এর মাধ্যমে সমাজ ও জনগণের জন্য ভালো কিছু করা যেতে পারে।’