সানি লিওনের আগামী ছবি মস্তিজাদে'র ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পরেই তা নিয়ে কৌতুহলের সীমা নেই। আর কৌতুহলের জায়গাটা তো মোটামুটি সবারই কমবেশি জানা। কতটা খোলামেলা হবেন এবার সানি, কী চমক দেখাবেন- এইসব প্রশ্নই এখন সানিভক্তদের মাথায় গিজগিজ করছে। আর সেই সুযোগে ছবির নির্মাতা সানির হাতে ললিপপ ধরিয়ে দিয়ে একটি পোস্টার প্রকাশ করে দিয়েছেন।
প্রথম পোস্টারটিতে যেখানে সানির পরিচয় দেওয়া হল লয়লা লেলে হিসাবে। সেখানে দ্বিতীয় পোস্টারে ললিপপ হাতে সানির যৌন ইঙ্গিতকেই নির্দেশ করলেন। পোস্টারটি প্রকাশের পর সানি এখন 'ললিপপ গার্ল' বলেই বলিউডে আলোচিত হচ্ছে।
জানা গেছে, ছবিটি হবে সেক্স কমেডি ধাচের। আর সেই কারণেই এই ছবিটি নিয়ে কৌতুহলেও শেষ নেই দর্শকদের।