দেখতে দেখতে সাইফ-কারিনার বিয়ের দু’বছর পূর্ণ হতে চলল। আগামী মাসের ১৬ তারিখ অর্থাৎ ১৬ অক্টোবর দ্বিতীয়বার হানিমুনে যাচ্ছেন তারা। এবারের হানিমুনের জায়গা হিসাবে কোন জায়গা বাছাই করবেন নবাব দম্পতি? বিয়ের পর প্রথমবার হানিমুন কাটাতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। এবার কি তাহলে প্যারিস বা আমেরিকা? না, দ্বিতীয় হানিমুনের জন্য ফ্রান্সের সেন্ট ইমিলিয়নে যাচ্ছেন তারা।
২০১২ সালের ১৬ অক্টোবর পাতৌদি নবাব সাইফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাপুর পরিবারের মেয়ে কারিনা। সাইফের পড়াশুনা অক্সফোর্ডে। সেই জন্য ব্রিটিশ রাজধানী ব্যক্তিগতভাবে তার খুব পছন্দ। আর নিজের পছন্দের জায়গায় মনের মানুষের সঙ্গে বিশেষ মুহুর্ত সেলিব্রেট করতে কে না চায়! তাই তো প্রথমবার সইফের কথায় লন্ডন আর এবার কারিনার অনুরোধে সেন্ট ইমিলিয়ন।