ইমন ও অমৃতা জুটিবদ্ধ হলেন। তারা অভিনয় করছেন 'অসম প্রেম' শিরোনামের একটি ছবিতে। গল্পে দেখা যাবে- নায়করাজ রাজ্জাকের পুত্র হলেন ইমন। ইমন থাকেন বিদেশে। নায়করাজ একটি মেয়েকে পিতৃস্নেহে নিজের ঘরে রাখেন। একসময় মেয়েটি নায়করাজের প্রতি দুর্বল হয়ে পড়ে। তাকে ভালোবেসে ফেলে। কিন্তু রাজ্জাক চেয়েছিলেন ইমনের সঙ্গে মেয়েটির বিয়ে দেবেন। শুরু হয় পারিবারিক টানাপড়েন। এমনই গল্প নিয়ে রাজু আহমেদ নির্মাণ করছেন চলচ্চিত্র 'অসম প্রেম'। এতে মেয়েটির চরিত্রে অভিনয় করছেন অমৃতা খান। ইমন বলেন, অন্যরকম গল্প আর চরিত্র পেয়ে আমি খুব খুশি। তা ছাড়া নায়করাজের ছেলের চরিত্রে অভিনয় করতে পারায় আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ হলো। বর্তমানে কক্সবাজারে 'অসম প্রেম' চলচ্চিত্রের শুটিং চলছে। এ চলচ্চিত্রে বাপ্পারাজ অভিনয় করছেন নায়করাজের তরুণ বয়সের চরিত্রে।