আবারও খবরের শিরোনাম হলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিয়ন্স নোলস। আর খবরটি হলো ফের তিনি মা হতে চলেছেন। বেশ কয়েকদিন ধরে গুজব শোনা যাচ্ছিল বিয়ন্স ও জে দম্পতির ঘরে নতুন আরেক অতিথি আসছে। এ গুজবকে আরও জোরালো করেছেন স্বামী জে নিজেই। বিয়ন্স ফের গর্ভবতী বলে শুক্রবার প্যারিসে এক প্রোগ্রামে জে জানিয়েছেন। তিনি জানান, 'আমাদের পরিবারে নতুন আরও একজন আসতে যাচ্ছে। আমরা দুজন এখন নতুন অতিথিকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু নতুন অতিথি নিয়ে এখনই আর কিছু বলতে চাচ্ছি না।' অন্যদিকে বিয়ন্স টিভিতে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন,
আমার একটি নতুন খবর আছে। তবে এটি যে তার নতুন সন্তানের আগমন বার্তা ছিল তা কারও-ই জানা ছিল না। বিয়ন্স ও জে ২০০৮ সালে বিয়ে করেন। তাদের ঘরে দুই বছরের এক কন্যাসন্তান রয়েছে।