মিডিয়াতে শুসমি রহমানে শুরুটা বিজ্ঞাপন দিয়ে। তারই ধারাবাহিকতায় আবারও নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। গ্রামীণফোনের নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। জিপি স্টার শিরোনামের বিজ্ঞাপনটি এরই মধ্যে বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হয়েছে।
এ প্রসঙ্গে শুসমি বলেন, 'আমি এর আগেও বেশ কয়েকটি গ্রামীণফোনের বিজ্ঞাপনে কাজ করেছি। এবারও করলাম। এ ছাড়া সম্প্রতি ডিস ওয়াশ ক্লিনারের একটি বিজ্ঞাপনের কাজও শেষ করলাম। বিজ্ঞাপনের কাজটি অনেক ভালো হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমি এখন বিজ্ঞাপনের পাশাপাশি ভালো কিছু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এরই মধ্যে আমি বেশ কিছু নাটকে কাজ করার প্রস্তাব পেয়েছি। তবে আমি যে ধরনের চরিত্র আর গল্পের কথা চিন্তা করছি, সেই ধরনের গল্প আর চরিত্র পাচ্ছি না বিধায় আমি একটু সময় নিচ্ছি। আমি আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভালো কিছু কাজ করতে পারব।