অভিনেত্রী সাহারাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বছরের শেষ দিকে মনির নামে এক চিত্র প্রযোজককে তিনি বিয়ে করেন বলে চলচ্চিত্রপাড়ায় খবর চাউর আছে। যদিও বিষয়টি নিয়ে এ পর্যন্ত মুখ খোলেননি এই নায়িকা। এমনকি আর জনসম্মুখেও আসেননি তিনি। বিভিন্ন সূত্র তখন জানিয়েছিল তারা সুখে সংসার করছেন। আর অভিনয়ে ফিরবেন না সাহারা। এ কথা প্রকাশের পর দিন মাস গড়িয়ে প্রায় বছর ছুঁতে চলল। সাহারা আর ফেরেননি। ফলে সূত্রের কথাই সত্যি হলো। এই সূত্র এখন আবার নতুন তথ্য দিয়েছে। এখনকার তথ্য হলো সাহারা নাকি নিরুদ্দেশ। বেশ কিছুদিন ধরে কথিত স্বামীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। কারণ বিয়ের আগে মনিরের চলন-বলনে সাহারার মনে বদ্ধমূল ধারণা ছিল তার অগাধ অর্থকড়ি আছে। বিয়ের পর সেই ধারণা পাল্টাতে থাকে। তা ছাড়া ওই প্রযোজকের যে ছবি করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের রসায়ন গড়ে ওঠে সেই 'ঢাকা টু বোম্বে' ছবিটিও বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। এতে বিশাল অঙ্কের লোকসান গুনতে হয় মনিরকে। ফলে বিয়ের পর থেকে অভাবের তাড়নায় হতাশা বাড়তে থাকে সাহারার মধ্যে। কিছুদিন আগে নাকি দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এরপর সাহারা নাকি স্বামীর ঘর ছাড়েন এবং এখনো পর্যন্ত তার কোনো হদিস মিলছে না। এ খবরের সত্যতা জানতে সাহারার চারটি সেল নম্বরে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়। শান্তিনগরে তার মায়ের বাড়িতে খোঁজ নিয়েও কাউকে পাওয়া যায়নি। তাহলে কি সাহারা সত্যিই নিরুদ্দেশ?