অবশেষে 'সত্যিকার প্রিন্সেস'-এর কাছে ফিরে এলেন পপতারকা জাস্টিন বিবার। আর এ কথা সবাই জানেন যে, যতই টানাপড়েন চলুক বিবারের আসল প্রিন্সেস সেলেনা গোমেজ। মাঝখানে কিছুদিনের বিচ্ছেদ ঘটলেও সম্প্র্রতি তার বিরুদ্ধে করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে জবানবন্দি দিতে এসে দুজনের এক হওয়ার খবরটি দিয়েছেন তিনি। বিবার জানান, আমি আমার গার্লফ্রেন্ডের কাছে ফিরেছি।