‘কৃশ’ সিরিজের ছবিতে মানুষের বিপদে ত্রাতা হয়ে আসতে দেখা গেছে বলিউড তারকা হৃতিক রোশনকে। এবার বাস্তবে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন তিনি। জম্মু ও কাশ্মীরের বন্যার্ত মানুষদের সাহায্যে কাজ করছেন ৪০ বছর বয়সী এই তারকা।
এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তহবিল গঠনে নেমে পড়েছেন হৃতিক। এই তহবিল দিয়ে সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, স্যানিটারি ন্যাপকিন ও কম্বল কিনে দেওয়া হবে বন্যা আক্রান্তদের। হৃতিক তার ‘মিশন কাশ্মীর’ (২০০০) ছবির কাজ করেছিলেন কাশ্মীরে। সেই সুবাদে সেখানকার মানুষদের প্রতি আলাদা টান রয়েছে তার। তাছাড়া শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা রয়েছে বলে মনে করেন তিনি।
এক খোলা চিঠিতে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন হৃতিক। তার ভাষ্য, ‘আশা করি, আমার মতো অনেকেই বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসবেন। কাশ্মীরের জন্য আমাদেরকে একসঙ্গে তহবিল সংগ্রহ করতে হবে। হাতে হাত মিলিয়ে নতুন দিনের দেখা পেতে পারি আমরা।’