বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ভারতের রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। কখনো দেশটির রাজ্যসভার মনোনয়নের প্রস্তাব পেলে তিনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। মুম্বাইয়ে ইন্ডিয়া টুডে গ্রুপ আয়োজিত পঞ্চায়েত আজতাক প্রোগ্রামে একথা বলেন আামির। খবর দ্য হিন্দু অনলাইনের
ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অভিনেত্রী রেখার মতো তিনিও রাজ্যসভায় মনোনিত হতে চান কিনা এমন এক প্রশ্নের জবাবে আমির খান বলেন, 'তারা [রেখা ও শচীন] কি করছেন এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তারা হলেন আমার বন্ধু। কিন্তু যদি এমন সুযোগ আসে তাহলে ওই সময় আমি ভালোভাবে সমাজের প্রতি অবদান রাখতে পারব কিনা তা ভেবে দেখব। যদি তা ঘটে, আমি সেখানে [রাজ্যসভায়] প্রতিদিন হাজির থাকব।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাকে কেন্দ্রীভূত করার প্রচেষ্টা নিয়ে তিনি কি ভেবেছেন এমন এক প্রশ্নের জবাবে আমির বলেন, 'আমি জানি না সে সঠিক কাজ করছে কিনা। আপনারা অধিকতর ভালো জানেন।'
হিন্দি মুভিতে নারীদের প্রতিনিধিত্ব কেমন এমন এক প্রশ্নের জবাবে আমির বলেন, আমি স্বীকার করছি হিন্দি মুুভি এ বিষয়ে দায়িত্বহীন আচরণ করছে।'