বলিউডে জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে থাকা অভিনেত্রীদের একজন দীপিতা পাড়ুকোন। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেস, ইয়ে জাওয়ানি হে দিওয়ানি ও রেস টু'র মতো তিনটি হিট মুুভি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি 'ফাইন্ডিং ফ্যানি' নামে তার একটি মুভি মুক্তি পেয়েছে। বলা যায়, পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন দীপিকা। তুমুল জনপ্রিয়তা এবং খ্যাতির পরও তারকাখ্যাতি হারিয়ে যাওয়া নিয়ে আতঙ্কে আছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে, তারকখ্যাতি সারাজীবন থাকবে তা তিনি আশা করেন না। তবে তিনি এ নিয়ে একটুও ভীত না বলে জানান। খবর দ্য হিন্দু অনলাইনের।
দীপিকা বলেন, 'না, আদৌ না। আমি জানি আমার তারকাখ্যাতি সারাজীবন থাকবে না। আমি আমার কাজ নিয়ে নিশ্চিন্তে আছি, তবে আমি সারা জীবন তারকা থাকার আশা করি না। এটা প্রায়োগিকভাবে অসম্ভব এবং যদি কেউ এমনটা ভাবে তাহলে তারা বাস্তবতা বিবর্জিত।'
নিজের কাজ নিয়ে কদাচিৎ সুখ অনুুভব করেন বলে জানান দীপিকা। তিনি বলেন, 'আমি কদাচিৎ নিজের প্রশংসা করি। আমি মনে করি নিজের কাজ নিয়ে সমালোচনা করা ভালো কারণ তা আমাকে আরো ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে।'