দেহ ব্যবসায় নামার প্রস্তাব এসেছিল বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কাছে। নামজাদা এক ব্যবসায়ী রাভিনার কাছে এ প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু রাভিনা প্রস্তাব শুনেই রেগে তেলে-বেগুনে জ্বলে ওঠেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে রাভিনা নিজেই।
কিছুদিন আগেই হায়দরাবাদের অভিজাত বাঞ্জারা হিলস থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা বসু। এ নিয়ে হইচই চলছে সারা দেশে। এমন আবহে রাভিনার মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে।
'দুলহে রাজা', 'মোহরা', 'জিদ্দি' ইত্যাদি সুপারহিট ছবির নায়িকা রাভিনা ট্যান্ডন জানিয়েছেন, ১৯৯৫ সালে একদিন শ্যুটিংয়ের সময় এক মাঝবয়সী নারী আসেন তার কাছে। সঙ্গে একটি বাচ্চাও ছিল। এক ব্যবসায়ীর নাম করে ওই নারী বলেছিলেন, তিনি নাকি রাভিনা ট্যান্ডনের সান্নিধ্য চান।
এই কথা শুনেই তাঁর মাথা গরম হয়ে যায়। রাভিনা ট্যান্ডন বলেছেন, "আমি চেঁচামেচি শুরু করে দিই। মেরেই দিতাম। কিন্তু সঙ্গে বাচ্চাটা থাকায় আমার মায়া হল। তাই মারিনি। কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যেতে বলি। এই ঘটনার পর কয়েক দিন মেজাজ খুবই খারাপ ছিল।