'চেন্নাই এক্সপ্রেস' চলচ্চিত্রের ট্রেলর প্রকাশ অনুষ্ঠানের ছবি নতুন করে ছেপেছে ভারতের একটি পত্রিকা। সেটি আবার জুম করে দীপিকা পাডুকোনের বক্ষযুগলের ছবি দেখানো হয়েছে। এতে প্রবল চটেছেন এ বলিউড অভিনেত্রী।
ক্ষিপ্ত দীপিকা তার এক টুইটে লেখেছেন- 'হ্যাঁ, আমি একজন নারী। আমার স্তন আছে, খাঁজও আছে। আপনাদের তাতে কোনো সমস্যা হচ্ছে? যারা মেয়েদের সম্মান করতে জানে না, তারা কী করে নারীর ক্ষমতায়নের কথা বলে!'
দীপিকার রোষানলে পড়া সংবাদপত্রটিও পাল্টা জবাব দিয়েছে। তারাও মাইক্রোব্লগিং সাইটে বলেছে, 'এটা প্রশংসাই মনে করুন। আপনি দেখতে অনেক সুন্দর। আপনার সুন্দর্য প্রত্যেকে জানুক, এটাই আমরা চাই!'