ছোটপর্দার পরিচিত মুখ অহনা এবার প্রতারকের খপ্পরে পড়েছেন। এক ছেলে তাকে প্রেমের ফাঁদে ফেলেছে। কিন্তু এখন কি করবেন অহনা? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে ‘ভালবাসার ফরমালিন’ নাটকে।
ড. জাহিদুল ইসলাম জিননুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমাম রিপন। নাটকের কাহিনীতে দেখা যাবে, অহনা এক ছেলের প্রেমে পড়ে। তাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু কাজিনের মাধ্যমে জানতে পারে, তার প্রেমিক একজন প্রতারক। বিশ্বাস করতে পারে না সে।
ভালবাসার ফরমালিন শিরোনোমের এই নাটকটিতে অহনা ছাড়া আরও অভিনয় করেছেন জয়রাজ, শ্যামল মওলা প্রমুখ।
সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। ঈদুল আজহায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।