দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি 'পিঁপড়াবিদ্যা' দেখার জন্য। আসছে ২৪ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। কিন্তু তার আগে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সুনাম কুড়াচ্ছে ছবিটি। এবার 'পিঁপড়াবিদ্যা'র সুনামে যোগ হলো স্ক্রিন অ্যাওয়ার্ড এবং বুসান চলচ্চিত্র উৎসব।
ফারুকী জানান, এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড এবং বুসান চলচ্চিত্র উৎসব বিশ্ব মহলে খুবই সম্মানের চোখে দেখা হয়। এই দুটি অ্যাওয়ার্ডে 'পিঁপড়াবিদ্যা' যাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটা গৌরবের ব্যাপার। পরপর দ্বিতীয়বারের মতো মোস্তফা সরয়ার ফারুকীর ছবি নির্বাচিত হয়েছে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে প্রতিযোগিতার জন্য। এশিয়া প্যাসিফিক অঞ্চলের সর্বোচ্চ এই পুরস্কারের জন্য গত বছর মোস্তফা সরয়ার ফারুকী প্রতিযোগিতা করেছিলেন 'টেলিভিশন' ছবিটি নিয়ে। জিতে নিয়েছিলেন গ্র্যান্ড জুরি পুরস্কার।
এদিকে অক্টোবরের ২ তারিখ থেকে শুরু হওয়া বুসান চলচ্চিত্র উৎসবের 'উইন্ডো অন এশিয়ান সিনেমা' সেকশনের জন্য নির্বাচিত হয়েছে 'পিঁপড়াবিদ্যা'। এ বিভাগে গত ১ বছরের মধ্যে নির্মিত গুরুত্বপূর্ণ এশিয়ান ছবিগুলো দেখানো হয়ে থাকে। উৎসবে যোগ দেওয়ার জন্য মোস্তফা সরয়ার ফারুকী ৫ অক্টোবর বুসান যাচ্ছেন।
এদিকে থেমে নেই 'পিঁপড়াবিদ্যা'র মুক্তির মিছিল। রিলিজ ক্যাম্পেইনের প্রথম ধাপ হিসেবে ছবির নায়ক নূর ইমরান মিঠুর ইনট্রোডাকটরি ফান ভিডিও হিসেবে অনলাইনে ছাড়া হবে- 'হিরো হইতে আর কি লাগে'। এ ভিডিওটির জন্য একটি গান তৈরি করেছে চিরকুট। ভিডিওটি ২-১ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানা গেছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটিতে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু, শিনা চৌহান, আর জে সাব্বির হাসান, মুকিত জাকারিয়া, জি সামদানী ডন ও মৌ। ছবিটি নিয়ে ফারুকী বলেন, 'আমার আশা আকাশ সমান। কতক্ষণে দর্শকের সামনে পর্দায় ভেসে উঠবে পিঁপড়াবিদ্যা সেই উত্তেজনায় আছি।'