'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের জাহাজ ছেড়ে দিয়েছে। ব্রিটিশ অভিনেত্রী কেইরা নাইটলি জাহাজে উঠেননি। কারণ তিনি আর এ সিরিজে অভিনয় করছেন না। সম্প্রতি কেইরা নিজেই এ তথ্য জানান। জনপ্রিয় এ সিরিজের নিয়মিত চরিত্র সোয়ান হয়ে এতদিন দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছিলেন কেইরা। কিন্তু টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনি জানিয়ে দিলেন, 'আমাকে ছাড়াই জাহাজ ছেড়ে দিয়েছে। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ফাইভ-এ থাকছি না আমি।'
কেইরা সিরিজের প্রথম তিন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও চতুর্থ ছবি 'অন স্ট্রেঞ্জার টাইডস' থেকেই আর দেখা যায়নি নাইটলিকে। ওই ছবির মাধ্যমে এই সিরিজের সঙ্গে যুক্ত হন পেনেলোপি ক্রুজ। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর প্রেমিকা অ্যাঞ্জেলিকার ভূমিকায় দেখা গেছে তাকে।
এদিকে টরেন্টো চলচ্চিত্র উৎসবেই কয়েকদিন আগে সিরিজটির আরেক অভিনেতা অরল্যান্ডো ব্লুম জানিয়েছিলেন, এবারের কিস্তিতে দেখা যেতে পারে তাকে। সিরিজটির পঞ্চম পর্ব 'ডেড ম্যান টেল নো টেইলস'-এ জনি ডেপ আর জিওফ্রে রাশের সঙ্গে দেখা যাবে তাকেও।
ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ৭ জুলাই।
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' থেকে ছুটি মিললেও নাইটলি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন ছবি 'দ্য ইমিটেশন গেইম' নিয়ে।