নতুন কাজের কি খবর?
নতুন কাজ বলতে বর্তমানে আমি একটি ডুয়েট গানের মিক্স অ্যালবামের কাজ শুরু করছি। সাতজন শিল্পীর গান দিয়ে অ্যালবামটি সাজানোর চিন্তা করছি। এর মধ্যে থাকছে পূজা, রন্টি, নিশিতাসহ আরও অনেকেই। গান বাছাই ও সংগীতায়োজনের কাজ চলছে। ইচ্ছা আছে ঈদের মধ্যে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার।
অ্যালবামের বিশেষত্ব কী?
একটি অ্যালবামের প্রাণ হচ্ছে কথা, সুর ও সংগীতায়োজন। আমি সবসময় চেষ্টা করি এই তিনটি প্রধান মন্ত্রের দিকে লক্ষ্য রাখতে। এবারের মিক্স অ্যালবামটি তার ব্যতিক্রম হবে না বলে আমি আশা করছি।
স্টেজ শোগুলোর কি অবস্থা?
আগামী বৃহস্পতিবার এশিয়ান টিভিতে একটি শো আছে। এ ছাড়া এ মাসে বিভিন্ন টিভিতে আরও বেশ কয়েকটি শো করার কথা। আর এখন ওপেন স্টেজ শো আগের মতো হয় না। প্রকৃতিই ভাগ করে দেয় ওপেন স্টেজ শোর সময়। যেমন বর্ষাকালে আমাদের দেশে ওপেন স্টেজ শো কম হয়। শীতে শোর পরিমাণ একটু বেশি থাকে।
চলচ্চিত্রে গানের কি খবর?
সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছি। তার মধ্যে কুমার বিশ্বজিতের সুরে অনুদানের একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছি। এটির নাম 'সুতপার ঠিকানা'। এ চলচ্চিত্রের ছয়টি গানের সংগীতায়োজন আমার করা।
কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক- কোন পরিচয়ে পরিচয় দিতে ভালো লাগে?
দুটি কাজই আমার প্রাণের কাজ। আমি যখন কোনো গানে কণ্ঠ দিই, তখন আমি একজন কণ্ঠশিল্পী আর আমি যখন কোনো গানের সংগীতায়োজন করি তখন সংগীত পরিচালক। আসলে গানটাই আমার প্রাণ।
আপনি ক্লোজআপ ওয়ান প্রতিযোগী থেকে এসেছেন। কিন্তু আপনি নাকি এ পরিচয়ে অখুশি?
বিষয়টা আসলে এমন নয়। অতীত আমার কাছে গর্বের। কিন্তু আমি তো একজন সংগীতশিল্পী, ক্লোজআপ তারকা নই নিশ্চয়ই?
আলী আফতাব