আমির খানের সামনে এখন রাজনীতির হাতছানি। তিনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। কখনো ভারতের রাজ্যসভার মনোনয়নের প্রস্তাব পেলে তিনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।
ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অভিনেত্রী রেখার মতো আমিরও রাজ্যসভায় মনোনীত হতে চান কিনা এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি আমির খান বলেন, 'তারা [রেখা ও শচীন] কী করছেন এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তারা হলেন আমার বন্ধু। কিন্তু যদি এমন সুযোগ আসে তাহলে ওই সময় আমি ভালোভাবে সমাজের প্রতি অবদান রাখতে পারব কিনা তা ভেবে দেখব। যদি তা ঘটে, আমি অবশ্যই সেখানে [রাজ্যসভায়] প্রতিদিন হাজির থাকব।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাকে কেন্দ্রীভূত করার প্রচেষ্টা নিয়ে তিনি কী ভেবেছেন এমন এক প্রশ্নের জবাবে আমির বলেন, 'আমি জানি না তিনি সঠিক কাজ করছেন কিনা। আপনারা আমার থেকে ভালো জানেন।'
হিন্দি ছবিতে নারীদের প্রতিনিধিত্ব কেমন এমন এক প্রশ্নের জবাবে আমির বলেন, আমি স্বীকার করছি হিন্দি ছবি এ বিষয়ে দায়িত্বহীন আচরণ করছে।'