রোমানিয়ায় বিখ্যাত ব্রার্সভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'জোনাকির আলো' শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছে। চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু পরিচালিত 'জোনাকির আলো'র এটি দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ। ইতিমধ্যে মুম্বাই চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছিল ছবিটি।
চলচ্চিত্রটির পরিচালক খালিদ মাহমুদ মিঠুর অনুুপস্থিতিতে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির প্রযোজক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রযোজক কনা রেজা ও ইবনে হাসান খান।