সম্প্রতি এমটিভি চার্ট অ্যাটাক সিলভার-গোল্ড-প্লাটিনাম ডিস্ক বিজয়ীদের 'এমটিভি চার্ট অ্যাটাক অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। এটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত সাপ্তাহিক মিউজিক্যাল কাউন্টডাউন শো। সংগীত অনুরাগীরা এসএমএস ও অনলাইন ভোটিংয়ের মাধ্যমে সপ্তাহের সেরা ৫টি গান নির্বাচিত করেন।
মালা, নীলকণ্ঠ এবং ঘুড্ডি এমটিভি চার্ট অ্যাটাকের প্রথম সিজনে একবার এক সপ্তাহ শীর্ষস্থান দখল করে। 'অলিখিত দুঃখ' গানটির জন্য ব্যান্ড অশ্রুত, 'ভাগো' গানটির জন্য ব্যান্ড শূন্য ও 'প্রাপ্তি শূন্য' গানটির জন্য শিল্পী মিফতা জামানকে এমটিভি চার্ট অ্যাটাক সিলভার ডিস্ক অ্যাওয়ার্ড দেওয়া হয়। এদিকে 'অমৃত মেঘের বারি' গানটির জন্য শিল্পী ওয়াকিল আহাদক দেড় লাখ টাকা ক্যাশ রিওয়ার্ডসহ এমটিভি চার্ট অ্যাটাক প্লাটিনাম ডিস্ক অ্যাওয়ার্ড দেওয়া হয়।