অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দর্শকের ভালোবাসা। কিন্তু অসম্ভব জনপ্রিয়তার পরও চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। কারণ অভিমান। সঙ্গে অশ্লীল চলচ্চিত্রের আধিক্য বেড়ে যাওয়ায় তার অভিমান আরও গাঢ় হয়। ফলে দর্শক বড় পর্দা থেকে তার অভিনয় উপভোগ থেকে বঞ্চিত। কিন্তু এখন তিনি নিয়মিত অভিনয় করছেন নাটকে। বলা হচ্ছিল জনপ্রিয় অভিনেতা রিয়াজের কথা। সম্প্রতি তিনি নাদিয়ার সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। আনিসুল হকের গল্প অবলম্বনে লিটু শাখাওয়াতের নাট্যরূপে 'গল্পটি গল্প ছিল না' নামে নাটকটি নির্মাণ করছেন সকাল আহমেদ। এ নাটকে রিয়াজ একজন নির্মাতা। আর তার প্রেমিকা নাদিয়া। বেশ জমজমাট গল্পের এ নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। প্রচার হবে আসছে ঈদে।