আলম আরা মিনুর দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। 'বন্ধু হয়ে যাব' এবং 'ও মেঘরে' শিরোনামের গান দুটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সেলিম আশরাফ। গত সপ্তাহে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিও দুটির শুটিং হয়েছে। বর্তমানে মিউজিক ভিডিও দুটি প্রচার হচ্ছে।
মিনু বলেন, আমি যে দুটি গানের ভিডিওতে কাজ করেছি তার অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে গত ঈদে। গান দুটির কথা আমার অনেক ভালো লেগেছে। এখন দর্শক অডিওর পাশাপাশি ভিডিও দেখতে আগ্রহী। আশা করছি চমৎকার রোমান্টিক ঘরানার কথার গান দুটির মিউজিক ভিডিও সবার ভালো লাগবে। গত রোজার ঈদে মিনুর ১৪তম একক অ্যালবাম সংগীতার ব্যানার থেকে প্রকাশিত হয়।