সাব্বির শুধু গানই গাইছেন না, নিয়মিত সুর ও সংগীত পরিচালনাও করছেন। বিভিন্ন শিল্পী এবং মিশ্র অ্যালবামে তার সুর-সংগীতে গান প্রকাশিত হয়েছে। এবার সাব্বির একটি পুরো অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন। অ্যালবামটিতে তার সুর-সংগীতে গেয়েছেন ছয়জন শিল্পী। ঈদে এই ছয় শিল্পীর গান নিয়ে মুক্তি পাচ্ছে সাব্বিরের প্রথম ফিচারিং অ্যালবাম 'সুখ সুখ ভাবনা'। অ্যালবামটিতে সাব্বির ছাড়াও কণ্ঠ দিয়েছেন পারভেজ, রন্টি এবং ইউরোপপ্রবাসী আশীষ, বিউটি, রোজি ও সাগর। অ্যালবামে মোট ১২টি গান রয়েছে। এর মধ্যে নয়টি মৌলিক ও তিনটি রিমেক। সাব্বির বলেন, 'গান গাওয়ার পাশাপাশি ২০০৮ সাল থেকেই সুর-সংগীত করছি। এবারই প্রথম পূর্ণাঙ্গ একটি অ্যালবামের কাজ করলাম। চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো করতে। কেমন হলো তা বিচারের দায়িত্ব এখন শ্রোতাদের।'