নাসিরুদ্দিন হোজ্জা আর বলিউডের নাসিরুদ্দিন শাহ- দুজনেই ইয়ার্কি মশকরায় কম যান না। নাসিরুদ্দিন শাহ তো এক কাঠি বেশি সরেস। দিল তার সবসময়ই 'বাচ্চা'। আর সেই খোলা মনেই লিখে চলেছেন আত্দজীবনী। বলিউডে ৪০ বছরের ক্যারিয়ার। একটা আলাদা আস্ত জীবন। তার পুরোটাই মলাটবদ্ধ হচ্ছে 'অ্যান্ড দেন ওয়ান ডে' শিরোনামে। বলিউড ইন্ডাস্ট্রিতে বইটি কয়েকটা 'পালক ওড়াতে' পারে বলে জানিয়েছেন গুণী এ অভিনেতা। লেখা শুরু করেছিলেন ২০০২ সালে। শেষের দিকে 'ভালো হচ্ছে না' বলে থামিয়ে দিলেন। তবে এরই মধ্যে বইটির প্রশংসায় পঞ্চমুখ শ্যাম বেনেগাল, গিরিশ কারনাদ ও রামচন্দ্র গুহর মতো জ্ঞানী-গুণীরা।
এদিকে সম্প্রতি 'ফাইন্ডিং ফ্যানি' ছবিতে এক পাগলাটে পোস্টম্যানের চরিত্রে দেখা গেছে ৬৪ বছরের নাসিরুদ্দিন শাহকে।