মায়াবী ঢঙে এবং কথার জাদুতে অনেককেই প্রেমে ফেলেছেন নুসরাত ফারিয়া। কিন্তু তার প্রেমে হাবুডুবু খেয়ে কোনো লাভ নেই। পর্দার মানুষরা তো মরীচিকার মতো। তাই সেই প্রেমে খোঁচা আছে। কিন্তু সেই খোঁচাগুলোর খোঁজ ফারিয়া জানতেন না। এখন থেকে তিনি জেনেশুনেই সবাইকে খোঁচাবেন। কারণ আজ থেকে রেডিও শো 'দি প্রেমের খোঁচা' শুরু করছেন তিনি রেডিও ফুর্তিতে। এ অনুষ্ঠানে প্রেম-ভালোবাসা বিশাল সব কাণ্ড ঘটানো হবে। রাত ১১টা থেকে ২টা পর্যন্ত চলবে এসব কাণ্ড-কারখানা। নুসরাত ফারিয়া বলেন, 'আমাদের দেশে এমন অনেকেই আছেন রাত জাগেন, রাত যতই গভীর হোক না কেন তাদের ঘুম আসে না। মূলত তাদের ঘুম পাড়ানোর জন্যই আমার এই অনুষ্ঠান। তা ছাড়া ব্যক্তিজীবনেও আমি এই মুহূর্তে একটু হতাশার মাঝে আছি। আমার নিজের প্রশান্তির জন্য রেডিও ফুর্তির পক্ষ থেকে আমাকে এই অনুষ্ঠানটি করতে দেওয়া হয়েছে। সপ্তাহের প্রতি মঙ্গলবার আমি শ্রোতাদের কাছে একই সময়ে হাজির হব।'