আলিয়া ভাট কার কন্যা?
উত্তরটা খুবই সোজা। কারণ নামের শেষে ভাট আছে। অর্থাৎ তিনি বলিউডের প্রভাবশালী প্রযোজক এবং পরিচালক মহেশ ভাটের মেয়ে। কিন্তু আপনারা কি আলিয়াকে মহেশ ভাটের কোনো ছবিতে দেখেছেন?
এই প্রশ্নের উত্তরও সোজা। দেখেননি।
ঘটনা তাহলে কী? সে অবাক করার মতোই।
মহেশ ভাট সাফ জানিয়ে দিয়েছেন তিনি আলিয়াকে নিয়ে কোনো ছবি নির্মাণ করবেন না। তার পরিষ্কার কথা, 'আমি তারকাদের সঙ্গে কাজ করি না। আলিয়ার শুরুটা হয়েছে দারুণ। কিন্তু এখনো অনেকটা পথ চলতে হবে তাকে। আলিয়াকে এখন খেয়াল রাখতে হবে এখানে কেউ একবার ব্যর্থ হলে দর্শক ছেড়ে কথা বলে না।'
সে না হয় হলো; কিন্তু মহেশের ছবিতে আলিয়াকে দেখার স্বপ্ন ছিল যেসব দর্শকের, তাদের কী হবে! এ প্রসঙ্গে আলিয়া বলেন, 'বাবা যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। কারণ দর্শকের ভালো লাগাটাই আমার কাছে বড় বিষয়। সবার বুঝতে হবে, বাবা তার ছবির জন্য আমাকে উপযুক্ত মনে করেন না।'