পরিচালক আশুতোষ গোয়ারিকরের আগামী ছবি 'মহেঞ্জদারো'র জন্য এক ধাক্কায় ৫০ কোটি টাকা দাবি করলেন হৃত্বিক!
'মেরি কম' মুক্তির পর এক বিজ্ঞাপন সংস্থা প্রিয়াংকাকে ১১ কোটির প্রস্তাব দেওয়ায় 'হায়েস্ট পেয়েড' ব্রান্ড অ্যম্বাসডারের তকমা লাগে পিগির গায়ে৷ এবার ছবির জন্য ৫০ কোটির ডিমান্ড করে বি-টাউনে 'হায়েস্ট পেয়েড' তারকা বলা হচ্ছে বলিউডের গ্রীক গড হৃত্বিককে।
এক সাক্ষাৎকারে হৃত্বিককে ৫০ কোটির প্রশ্ন করা হলে তিনি পুরোপুরি অস্বীকারও করেনি আবার মন খুলে উত্তর দিয়েছেন এমনটাও নয়৷ বরং তিনি বলেছেন, অন্যের কাজের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের কাজে নিয়ে ভাবাই ভাল৷ পরিষ্কারভাবে জানান, তিনি ছবির জন্য কত টাকা চাইবেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেটা অন্য কারোর ভাবার বিষয় নয়।
'মহেঞ্জদারো' প্রাচীন সভ্যতা নিয়ে আশুতোষ গোয়ারিকের আগামী ছবি 'মহেঞ্জ দারো'। ছবির প্রথমভাগের শ্যুটিং হবে সাউথ আফ্রিকাতে। ২০১৬ সালে রুপোলি পর্দায় আসবে হৃত্বিক-পূজা হেগদে জুটির নতুন ছবি 'মহেঞ্জদারো'।