মার্কিন জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও নির্মাতা জর্জ ক্লুনি 'অনারারি গোল্ডেন গ্লোব' অ্যাওয়ার্ড পাচ্ছেন। আগামী বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এ সম্মানে ভূষিত করা হবে। খবর বিবিসির
ক্যামেরার সামনে ও পেছনে উভয় ক্ষেত্রেই অসাধারণ অবদানের জন্য ক্লুনিকে 'সেসিল বি দেমিল' নামে অনারারি এ সম্মান দেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী বছর ১১ জানুয়ারি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হবে।
সাম্প্রতিককালে আরো যারা পুরস্কারটি পেয়েছেন তারা হচ্ছেন মার্টিন স্করসিস, স্টিভেন স্পিলবার্গ ও সদ্য প্রয়াত অভিনেতা রবিন উইলিয়ামস।