‘আশিকি টু’ জুটি আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের প্রেমের গল্প নিয়েই ভারতীয় সংবাদমাধ্যমের বেশিরভাগ সময় কাটে। তবে তারা দু'জনে এ নিয়ে মুখ খোলেননি এখনো। ডুবে ডুবে জল খাওয়ায় আপাতত আনন্দ পাচ্ছেন দু’জনে। শোনা যাচ্ছে, শ্রদ্ধার জন্য সুরত থেকে একটি হীরার আংটি কিনেছেন আদিত্য। সেখানে নিজের নতুন ছবি ‘দাওয়াত-এ-ইশক’ ছবির প্রচারণায় ব্যস্ত ২৮ বছর বয়সী এই অভিনেতা।
সুরতে আদিত্যর সময় কাটছে ছবিটির নায়িকা পরিণীতি চোপড়ার সঙ্গে। সুরতে গিয়েই তারা ঢুকেছিলেন আইসক্রিমের একটি দোকানে। এরপর ১৫ হাজার ভক্তের ভিড় জমে যায় আদিত্যকে ঘিরে। এ কারণে দোকানে গিয়ে হীরা কেনা হয়নি তার। তাই এক ব্যবসায়ীকে হোটেলে ডেকে নিয়ে একটি হীরার আংটি কিনেছেন তিনি। তার মুখপাত্র মিড-ডে ওয়েবসাইটকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আদিত্য ও পরিণীতির ‘দাওয়াত-এ-ইশক’ মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর। অন্যদিকে শ্রদ্ধা এখন রেমো ডি’সুজার ‘এবিসিডি টু’ ছবি নিয়ে ব্যস্ত। এতে তার সহশিল্পী বরুণ ধাওয়ান।