অপি করিম এবং মমতাজ। দুজন দুই ভুবনের বাসিন্দা। কিন্তু এক হলেন একটি অনুষ্ঠানে এসে। অনুষ্ঠানে অপির প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন মমতাজ। তাই বলে কাঠগড়ার আসামি আর অ্যাডভোকেটের মতো নয় ব্যাপারটি। এক ঈদ আড্ডায় অপি ছিলেন উপস্থাপক, আর মমতাজ তার অতিথি। এখন বুঝতেই পারছেন, কতটা মধুর এবং রসালো ছিল সেই আড্ডা পর্ব। মমতাজের ব্যক্তিজীবন, শিল্পী হওয়ার গল্প, কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা উঠে আসবে এ অনুষ্ঠানে। এটি প্রচার হবে এবারের ঈদে বাংলাভিশনে। 'প্রাণের শিল্পী' নামে অনুষ্ঠানটির শুটিং সমপ্রতি শেষ হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক আখন্দ।