১৯৫৪ সালের ১৫ সেপ্টেম্বর। ওইদিন নিউইয়র্ক সিটির ৫৯০ লেক্সিংটন এভিনিউর ৫২ নং সড়কে 'দ্য সেভেন ইয়ার ইচ' ছবির একটি দৃশ্যধারণ করা হয়। সেটি এখনো হয়ে আছে মেরিলিন মনরোর চিরস্মরণীয় দৃশ্য। হলিউডের ইতিহাসে আর কোনো দৃশ্য নিয়ে এত বছর পর হইচই হয় না। দৃশ্যটিতে মনরোর পরা সাদা রংয়ের স্কার্ট বাতাসে উড়তে থাকে। মার্কিন এই অভিনেত্রী হেসে দু'হাত দিয়ে নিজেকে ওই স্কার্টে ঢেকে রাখার চেষ্টা করেন। এবার পূর্ণ হলো ওই দৃশ্যধারণের ৬০ বছর।
'দ্য সেভেন ইয়ার ইচ'-এ মনরোর সহশিল্পী ছিলেন টম ইওয়েল। ১৯৫৪ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়ে এর চিত্রায়ন হয়েছিল ৪ নভেম্বর পর্যন্ত। বিলি ওয়াইল্ডার পরিচালিত ছবিটি মুক্তি পায় ১৯৫৫ সালের ৩ জুন।