বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষীতের ট্যুইটার অনুসরণকারীর সংখ্যা ছুঁলো ৩ মিলিয়ন। ৪৭ বছর বয়সী এই তারকার ভুবন ভোলানো হাসিতে আজও মনে ভরে যায় সিনেমা প্রেমিদের। ২০১০ সালে প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে নিজের নামে অ্যাকাউন্ট খোলেন মাধুরী।
ট্যুইটারে মাধুরী প্রায়ই নিজের ব্যক্তিগত জীবন, কর্মজীবনের অনেক কথা ট্যুইট করে জানান। ট্যুইটারে তিন মিলিয়ন ফ্যান সংখ্যায় খুব খুশি এই অভিনেত্রী। শুধু বড় পর্দাতেই সুপারহিট নয়, ছোট পর্দাতেও সমান জনপ্রিয়তা রয়েছে ডান্সিং স্টার মাধুরী দিক্ষীতের। এই মুহুর্তে রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা ৭’-ফাইনাল রাউন্ডে ব্যস্ত রয়েছেন তিনি। এই ব্যস্ততার মাঝেও মাধুরী ট্যুইট করেছেন, ‘বিন প্র্যাকটিসিং ফর দ্য ঝলক ফাইনাল! পুসিং দ্য লিমিটস হার্ড…হোপ ইউ লাইক ইট!’