পর্ণোতারকা থেকে বলিউডের তারকা বনে যাওয়া সানি লিওনি নতুন আরেকটি মুভিতে অভিনয়ের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছেন। মুভিটির নাম 'ওয়ান নাইট স্ট্যান্ড। মুুভিটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা এন্টনি ডি'সুজার স্ত্রী জেসমিন ডি'সুজা। এর মধ্য দিয়েই মুভি পরিচালনায় অভিষেক ঘটছে জেসমিনের। খবর টাইমস অব ইন্ডিয়ার
'ওয়ান নাইট স্ট্যান্ড'র গল্প লিখেছেন ভবানি আয়ার। আগামী নভেম্বরে এর শুটিং শুরু হবে বলে। শুটিংয়ের বেশিরভাগই বিদেশে চিত্রায়িত হবে। সানির হার্ড হিটিং এই মুভিটি ২০১৫ সালের শেষ দিকে মুক্তি পেতে পারে বলে 'খুবসুুরত' মুভির নির্মাতা প্রদীপ শরমা মুম্বাই মিররকে জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি সানি অভিনীত সেক্স কমেডি মাস্তিজাদে'র পোস্টার প্রকাশিত হয়েছে। মুভিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।