হৃতিক রোশনের মত সুঠাম আর আকর্ষণীয় শারীরিক গড়নের প্রতি দুর্বলতা কার নেই? মেয়েরা তার সিক্স প্যাকের ওপর ফিদা আর ছেলেরা তো পারলে হৃত্বিকের ঘরে সিসি ক্যামেরা লাগায় তার ফিটনেসের সব গোপন রহস্য উদঘটন করতে। তার শারীরিক গড়নের রহস্য জানতে ভক্তদের কৌতূহলের কমতি নেই। সবার কথা ভেবে এবার ফিটনেস বিষয়ক বই লেখার পরিকল্পনা করছেন বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন।
অভিনেতার পর এবার লেখক পরিচয়টিও যুক্ত হতে চলেছে হৃত্বিকের নামের পাশে। তবে হৃতিক যে খুব শিগগির বইটি লিখে ফেলবেন তা নয়। নিকট ভবিষ্যতে তার লেখা বই বের হবে এতটুকু শুধু তিনি নিশ্চিত করেছেন।
আপাতত নিজের নতুন ছবি ‘ব্যাং ব্যাং’ মুক্তির পূর্বপ্রস্তুতি নিচ্ছেন হৃত্বিক। এতে তার সহশিল্পী ক্যাটরিনা কাইফ। টম ক্রুজ ও ক্যামেরন ডায়াজ অভিনীত হলিউডের ‘নাইট অ্যান্ড ডে’ ছবির রিমেক এটি। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘ব্যাং ব্যাং’ মুক্তির পর হৃতিক কাজ করবেন আশুতোষ গোয়াড়িকারের ‘মহেঞ্জোদারো’ ছবিতে। এতে কাজ করার জন্য তিনি সম্মানি নিচ্ছেন ৫০ কোটি রুপি।
সূত্র : ইন্ডিয়া টুডে