আবারও হাসন রাজাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আর এবার বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসন রাজা হলেন। অর্থাৎ হাসন রাজা চরিত্রে অভিনয় করছেন তিনি।
ঐতিহাসিক গল্পে 'হাসন রাজা' শিরোনামের এই চলচ্চিত্রের শুটিং প্রায় ৬০ ভাগ শেষ হয়েছে। শুটিং হয়েছে কলকাতায়। চলচ্চিত্রটি নির্মাণ করছেন এ দেশেরই সন্তান ব্রিটিশ-এশিয়ান নির্মাতা রুহুল আমিন। কলকাতার বিভিন্ন পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা বলেন, চলচ্চিত্রে ৪০ বছর বয়সী জমিদার, গায়ক, গীতিকার এবং কবি সুঠামদেহী হাসন রাজা চরিত্রে বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমার উপযুক্ত মনে হয়েছে। তাই তার কাছে এই চরিত্রের প্রস্তাব নিয়ে গেলে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে যান তিনি। সিলেটের রামপাশায় ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহণকারী হাসন রাজার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আগে থেকেই অবগত আছেন মিঠুন চক্রবর্তী। এই চরিত্রের প্রতি তার ছিল দুর্নিবার আকর্ষণ। তাই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর আর দেরি করেননি তিনি। অভিনয়ের আগে হাসন রাজার জীবনী বার বার খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন এবং নিজের মধ্যে হাসন রাজাকে ধারণের প্রাণান্তকর চেষ্টা করেছেন। এ পর্যন্ত তার কাজ দেখে মনে হয়েছে এ ক্ষেত্রে যথেষ্ট সফলও হয়েছেন তিনি।
নির্মাতা আরও বলেন, হাসন রাজার বিপরীতে রাইমা সেনকে কাস্ট করেছি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে কলকাতায় নির্মিত 'চোখের বালি' ছবিতে তার জীবনঘনিষ্ঠ অভিনয় দেখে আমার মধ্যে বিশ্বাস জন্মেছে, রাইমা সেনই এই চরিত্রের জন্য যথার্থ। তাই তার সঙ্গে মুম্বাই ও কলকাতায় একাধিকবার গল্প নিয়ে বসি ও তিনি এতে কাজ করতে স্বাচ্ছন্দ্যে রাজি হন। হাসন রাজার স্ত্রীর চরিত্র রূপায়ণ করছেন রাইমা।
নির্মাতা বলেন, চলচ্চিত্রটিতে হাসন রাজা ও তার পারিপার্শ্বিক ঘটনাকে জীবন্ত করে তুলতে ঢাকা ও কলকাতার সেরা প্রযুক্তিবিদ, শিল্পী, কলাকুশলীর সমন্বয় ঘটানো হয়েছে। ৩৫ মিলিমিটারে শুট করা হচ্ছে চলচ্চিত্রটি। সিলেটে হাসনরাজার জন্মস্থান রামপাশায় চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ কিছু অংশের চিত্রায়ণ হওয়ার কথা রয়েছে। অ্যাকশন হিরো হিসেবে পরিচিত মিঠুন চক্রবর্তী শান্ত-সৌম একজন দার্শনিক গীতিকবির চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারবেন তা জানতে চাইলে নির্মাতা বলেন, আগেই বলেছি হাসন রাজা সম্পর্কে তিনি যথেষ্ট জানেন, চরিত্রটি তার মনে রেখাপাত করেছে এবং এই চরিত্র নিজের মধ্যে ধারণে এই ব্যক্তিত্বকে নিয়ে রীতিমতো গবেষণা করছেন মিঠুন দা।
কবে নাগাদ বড় পর্দায় হাসন রাজাকে নিয়ে মিঠুন চক্রবর্তী হাজির হতে পারেন? এমন প্রশ্নে নির্মাতার উত্তর, আশা করছি, আগামী বছর দুই বাংলার বড় পর্দায় হাজির হবেন হাসন রাজারূপী মিঠুন চক্রবর্তী।
হাসন রাজা ছবির প্রধান দিক হলো এর গান। আর হাসন রাজার এই অমর গানের আয়োজন করছেন অর্থাৎ সংগীত পরিচালনা করছেন বাপ্পী লাহিড়ী। আর গানে কণ্ঠ দিচ্ছেন মুম্বাইর শিল্পী শান, অলকা ইয়াগনিক, অভিজিৎ ও কবিতা কৃষ্ণমূর্তি।
২০০৩ সালে এ দেশে প্রথমবার 'হাসন রাজা' চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। অভিনেতা হেলাল খান অভিনীত ও প্রযোজিত ওই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ছবিসহ একাধিক শাখায় জাতীয় পুরস্কার লাভ করে। এ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন টিভি নাটকের জনপ্রিয় মুখ শমী কায়সার। তাই সে সময়ে চলচ্চিত্রটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল।