নতুন করে প্রেমে পড়েছেন চিত্রনায়িকা পপি। তার এবারের প্রেমিক কুয়েত প্রবাসী এক ব্যবসায়ী। পপি এ বছরই এই প্রবাসীকে বিয়ে করবেন বলে চলচ্চিত্রপাড়ায় খবর চাউর হয়েছে।
চলচ্চিত্রে আসার আগে ও পরে একের পর এক বিয়ে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী। সর্বশেষ গত বছর নিজের গ্রামের বাড়ি খুলনার এক বিবাহিত চিকিত্সকের সঙ্গে তার পরকীয়ার খবর প্রকাশ হয়। সেই চিকিত্সক গাজী মিজানুর রহমানকে গোপনে বিয়ে করে ইস্কাটনের গাউস নগরের একটি ফ্লাটে তারা বসবাস করছেন বলেও খবর রটে। মিজান নাকি সম্পর্কে পপির কাজিন হন। খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা সার্জিক্যালের মালিক তিনি। যদিও পপি এ খবরকে বার বার গুঞ্জন বলে উড়িয়ে দেন। তবে সাম্প্রতিক খবর হলো কুয়েত প্রবাসী ব্যবসায়ীকে এ বছরের শেষদিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন পপি। কিছুদিন আগে ঢাকা ঘুরে গেছেন সেই ব্যবসায়ী। তখন তাদের নানা স্থানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে বলেও চলচ্চিত্রের লোকজন জানান। এখন নাকি বিয়ের আয়োজন নিয়েই ব্যস্ত পপি। যদিও খবরটিকে বরাবরের মতো অস্বীকার করে পপি বলেন, লোকজন আমাকে আরও কতবার যে বিয়ে দেবে জানি না।
চলচ্চিত্রে এসে পপি গোপনে বিয়ে করেন নায়ক শাকিল খানকে। কিন্তু নিজের মায়ের কারণে একসময় এই বিয়ের খবর ফাঁস হয় এবং শাকিলকে ত্যাগ করেন পপি। চলচ্চিত্রে আসার আগে ফেমিঙ্গ মুভিজের কর্ণধার এ কে সিদ্দিকের সঙ্গে পপির সম্পর্ক ছিল বলে একটি সূত্র জানায়। এরপর ফিল্ম ক্যারিয়ারের শুরুর দিকে আমেরিকা প্রবাসী যুবক এনায়েতের সঙ্গেও পপির গোপন প্রেম-বিয়ের খবর প্রকাশ হয়। চিত্রনায়িকা পপির গোপন প্রেম-বিয়ের খবর যেন কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। ছায়ার মতো তাড়া করে ফিরছে তাকে।